আগেই ঘোষণা আসে ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীর পরবর্তী সিনেমা ‘বিরতা পারভাম’ মুক্তি পাবে চলতি বছরের ২০ এপ্রিল। তবে সমপ্রতি ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে নেয়া হয়েছে। সিনেমার মুক্তি পিছিয়ে নিলেও দর্শকদের চমক দেখাতে ভুলেননি পরিচালক ডি সুরেশ বাবু। ২৮ জানুয়ারি ছবিটির পরিচালকের প্রযোজনা প্রতিষ্ঠান সুরেশ প্রোডাকশনের অফিসিয়াল টুইটারে প্রকাশ্যে আনা হয় ছবিটির প্রথম পোস্টার। এর পাশাপাশি এও জানানো হয়, ছবিটি মুক্তি পাবে আগামি ৩০ এপ্রিল।
পোস্টার ও ছবি মুক্তির তারিখ ঘোষণার পাশাপাশি এতে জানানো হয়েছে আসন্ন ‘বিরতা পারভাম’ ছবিটিতে সাই পল্লবীকে দেখা যাবে ভেনেলা নামের চরিত্রে। বরাবরই গ্ল্যামারের আড়ালে থেকে সাদাসিধা চরিত্রেই অভিনয় করতে ভালোবাসেন সাই পল্লবী। যার ছাপ তার অভিনীত প্রতিটি ছবিতেই দেখা যায়। ধারণা করা হচ্ছে এবারও তার ব্যতিক্রম হবে না। ‘বিরতা পারভাম’ ছবিটিতে সাই পল্লবীর বিপরীতে দেখা যাবে রানা দাজ্ঞুবতিকে। এছাড়া মূখ্য চরিত্রে আরও দেখা যাবে প্রিয়া মণি এবং নন্দিতা দাসকে।