সাতকানিয়ায় ১০ রোগী পেল আর্থিক সহায়তা

সাতকানিয়া প্রতিনিধি | বুধবার , ১৬ জুন, ২০২১ at ১০:৪৬ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি বলেছেন, আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্বচ্ছল ও রোগাক্রান্ত ব্যক্তিদের জন্য সহায়তার হাত অবারিত রেখেছেন। ফলে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুরে সাতকানিয়ায় সমাজসেবা অধিদপ্তরের অধীনে বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রিজোয়ান উদ্দীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনজুমান আরা বেগম, ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দীন হাসান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী পারভেজ সারওয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. সেলিম উদ্দীন, রূপকুমার নন্দী খোকন ও পল্লী সঞ্চয় ব্যাংকের উপজেলা সমন্বয়কারী অনুপম নন্দী। উল্লেখ্য, অনুষ্ঠানে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, লিভার সিরোসিস ও জন্মগত হৃদরোগে আক্রান্ত বাচ্চাসহ ১০ জনকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি
পরবর্তী নিবন্ধগন্ডামারায় ইউপি সদস্যের উপর হামলার অভিযোগ