সাতকানিয়ায় নির্বাচনী পোস্টার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

সাতকানিয়া প্রতিনিধি | সোমবার , ৩১ জানুয়ারি, ২০২২ at ৯:৩৯ অপরাহ্ণ

সাতকানিয়ায় এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী পোস্টার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম মো. তারেক (১৭)।

আজ সোমবার(৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার ছদাহা ইউনিয়নের হাঙ্গর রাজঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছদাহা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাজীর পাড়ার মো. বাবুলের পুত্র ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মোরশেদুর রহমানের(মোটরসাইকেল) নির্বাচনী কর্মী মো. তারেক আজ দুপুরে হাঙ্গর রাজঘাটা এলাকায় পোস্টার টাঙানোর জন্য একটি কিন্ডারগার্টেনের টিনের চালে উঠে।

এসময় সে অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল জলিল জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙামা‌টি‌তে আওয়ামী লী‌গের ৮ নেতা‌কে অব্যাহ‌তি
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় গভীর রাতে আ. লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয় পোড়ানোর অভিযোগ