সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নে আন্তঃ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে আমিলাইষ ব্যাংক মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমিলাইষ ইউপি চেয়ারম্যান এইচ এম হানিফের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন শিক্ষানুরাগী মোজাম্মেল হক চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মো. ইলিয়াছ সওদাগর, মো.ইসমাইল, মোস্তাফিজুর রহমান, মো. আরাফাত হোসেন প্রমুখ। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৫ নং ওয়ার্ডকে টাইব্রেকারে ১-০ গোলে পরাজিত করে শুভ সূচনা করে ২ নং ওয়ার্ড।