সাতকানিয়ার দক্ষিণ কাঞ্চনা ডি.সি রোডে সংস্কার চাই

| শনিবার , ৭ জানুয়ারি, ২০২৩ at ৫:৩১ পূর্বাহ্ণ

আমরা, চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল খ্যাত সাতকানিয়া উপজেলার দক্ষিণ কাঞ্চনা ৮নং ওয়ার্ড আচার্য পাড়ার জনসাধারণ। দক্ষিণ কাঞ্চনায় মহান মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে সুপরিচিত জয় মঙ্গল সড়ক বর্তমান সময়ে ডি.সি সড়ক নামে পরিচিত। এই এলাকায় অনেক স্বনামধন্য ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, কবি সাহিত্যিক, বুদ্ধিজীবী ও শিক্ষকদের জন্মস্থান। বর্তমান সরকার আমলে সারা বাংলাদেশে সড়ক ও জনপথের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।

বর্তমান সময়ে আচার্য পাড়া ডি.সি সড়কের প্রায় ১.৫ কিলোমিটার এলাকায় ভাঙা এবং অসংখ্যক গর্তে পরিনত হয়েছে। সংখ্যালঘু এলাকা হবার কারণে প্রায় সময় বিভিন্ন নির্যাতন নিপীড়নের শিকার হয় এলাকার জনসাধারণ।

আমরা আর কতকাল অবহেলিত থাকব। বর্তমান সরকার প্রধান ও এলাকার সংসদ সদস্যের কাছে আবেদন আমাদের এলাকা সি.সি ক্যামেরার আওতায় অন্তর্ভুক্ত করুন এবং জরাজীর্ণ ডি.সি সড়কের আচার্য পাড়া পর্যন্ত ১.৫ কিলোমিটার রাস্তা সংস্কার এবং এলাকার জনসাধারণের নিরাপত্তা জোরদার করার দাবি জানাই।

পণ্ডিত অধ্যক্ষ ননী গোপাল আচার্য
সাধারণ সম্পাদক
আচার্য সমিতি, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধনিরুপমা দেবী : নন্দনতত্ত্বের শৈল্পিক রূপকার
পরবর্তী নিবন্ধপথশিশু ও শীতার্তদের পাশে এগিয়ে আসুন