সাতকানিয়া ইউএইচএফপিও ডা. ওসমানীকে সম্মাননা প্রদান

করোনা মহামারীতে স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান

সাতকানিয়া প্রতিনিধি | বুধবার , ৩০ জুন, ২০২১ at ১০:৪৬ অপরাহ্ণ

করোনা মহামারীতে স্বাস্থ্যসেবায় বিশেষ অবাদনের জন্য সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুল মজিদ ওসমানীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মোস্তফা খালেদ আহমদ।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর।
অনুষ্ঠানে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুল মজিদ ওসমানীকে করোনা মহামারীতে স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় কাঠমিস্ত্রি রকি হত্যা মামলার আরেক আসামী কক্সবাজার থেকে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআজ থেকে চট্টগ্রামের আরো দুই কেন্দ্রে চীনা টিকাদান