সাতকানিয়া ও বোয়ালখালীতে গাছ ফেলে সড়ক অবরোধ

আজাদী ডেস্ক | শুক্রবার , ১ ডিসেম্বর, ২০২৩ at ৫:৫২ পূর্বাহ্ণ

সাতকানিয়া ও বোয়ালখালীতে গাছ ফেলে সড়ক অবরোধ করেছে দুর্বৃত্তরা। গতকাল পৃথক এ ঘটনা ঘটে। সাতকানিয়া প্রতিনিধি জানান, চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় সড়কের পাশে থাকা গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতাল চলাকালে গতকাল বৃহস্পতিবার ভোরে সড়কের সাতকানিয়া অংশের পাঠানীপুল থেকে জাফর আহমদ চৌধুরী ডিগ্রী কলেজ পর্যন্ত এলাকায় একাধিক স্থানে গাছ কেটে ব্যারিকেড সৃষ্টি করে। এতে যানবাহন চলাচলে সাময়িক ভাবে বিঘ্ন সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে গাছ সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ঘটনার বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খাঁন মুহাম্মদ এরফান জানান, শুনেছি ভোরে সড়কের পাশে থাকা গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু এর আগে সাতকানিয়া থানা পুলিশ সড়কের উপর থেকে গাছগুলো সরিয়ে নিয়েছে। ফলে কয়টি গাছ কেটেছে, সড়কের উপর কতক্ষন ছিল তা আমরা জানিনা। তবে যানবাহন চলাচলে তেমন সমস্যা হয়নি। সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আতাউল হক চৌধুরী জানান, চট্টগ্রামকঙবাজার মহাসড়কের সাতকানিয়ার পাঠানীপুল এলাকায় গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তখন সেখানে কাউকে পাওয়া যায়নি। পরে পুলিশ সড়কের উপর থেকে কাটা গাছগুলো সরিয়ে নেয়। এতে যানবাহন চলাচলে তেমন অসুবিধা হয়নি। ধারনা করা হচ্ছে অবরোধ ও হরতালের পক্ষের লোকজন সড়কের পাশে থাকা গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে।

বোয়ালখালী প্রতিনিধি জানান, হরতালের সমর্থনে বোয়ালখালী উপজেলার অলি বেকারি নামক স্থানে সড়কের উপর গাছ ফেলে সড়ক অবরোধ করেছে উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এসব ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে অলি বেকারি মোড়ে গাছ ফেলে সড়ক অবরোধ করেছে করা হয়েছে। এ সময় তাদেরকে মিছিল করতেও দেখা যায়।

এ সময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুল ইসলাম ডালিম, যুগ্ম আহ্বায়ক নুর হোসেন, এস এ রাসেল, ইমরান বাবলুু, জাবেদ খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ বিষয়ে জানতে বোয়ালখালী থানার ওসি আছহাব উদ্দিনের মুঠোফোনে কল করা হলে তিনি ফোন না ধরায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ বিষয়ে বোয়ালখালী থানার ওসি আছহাব উদ্দিন বলেন, এখানে এই ধরণের কিছুই হয় নাই। কোন মিছিল হয় নাই। কোথাও গাছ ফেলা হয় নাই।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে ৫ জনের মনোনয়ন পত্র জমা
পরবর্তী নিবন্ধসপ্তম শ্রেণির ছাত্রের ছুরিকাঘাতে আহত তিন সহপাঠী