রাঙামাটিতে ৫ জনের মনোনয়ন পত্র জমা

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ১ ডিসেম্বর, ২০২৩ at ৫:৫১ পূর্বাহ্ণ

মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে রাঙামাটিতে আওয়ামী লীগের দীপংকর তালুকদারসহ ৫ জন সংসদ সদস্য প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ৫ জনের মধ্যে আওয়ামী লীগের দীপংকর তালুকদার, স্বতন্ত্র প্রার্থী উষাতন তালুকদার, জাতীয় পাটির হারুন রশীদ মাতব্বর, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী অমর কুমার দে ও তৃনমুল বিএনপির শাহ হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান। এদিকে, বৃহস্পতিবার সকালে রাঙামাটিতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন রাঙামাটির ২৯৯ আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।

বৃহস্পতিবার সকালে নেতাকর্মীদের নিয়ে তিনি মনোনয়ন পত্র জমা দেন। মনোনায়ন পত্র জমা দেওয়ার পর তিনি জয়ের ব্যাপারে আশাবাদী হয়ে বলেন, আওয়ামী লীগের উন্নয়ন দেখে জনগণ আমাকে ভোট দিবে। এ সময় মহিলা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা আ.লীগের সহসভাপতি চিংকিউ রোয়াজা, হাবিবুর রহমান, হাজী কামাল উদ্দীনসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দানের শেষ দিন দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাঙামাটি জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোশারফ হোসেন খানের হাতে মনোনয়নপত্র জমা দেন।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন জাতীয় পার্টির একমাত্র মনোনীত প্রার্থী মোঃ হারুনুর রশিদ মাতব্বর। তিনি রাঙামাটি ২৯৯নং আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ প্রার্থী
পরবর্তী নিবন্ধসাতকানিয়া ও বোয়ালখালীতে গাছ ফেলে সড়ক অবরোধ