নগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে অস্ত্র ও ছিনতাইসহ ১৪ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সাগরিকা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম আশরাফুল ইসলাম ওরফে রনি (৩৬)। সে পটুয়াখালী জেলার শফি হাওলাদার বাড়ির মো. রেজাউল করিমের ছেলে।
পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান ইমাম জানান, গত ৬ মার্চ পাহাড়তলী থানার সাগরিকা রোডস্থ বিটাক বাজারের বিপরীতে পাকা রাস্তার উপর মো. মকিবুল হক রাজুকে (২২) অস্ত্র ঠেকিয়ে একটি মোবাইল সেট ও নগদ ১২০০ টাকা নিয়ে যায় ছিনতাইকারী মো. আব্দুল মতিন প্রকাশ সবুজ (৩২) ও আশরাফুল ইসলাম রনি (৩২)। ওইদিন ছিনতাই করে পালানোর সময় স্থানীয় জনগণ ও পাহাড়তলী থানার টহল পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল মতিনকে আটক করে। কিন্তু আশরাফুল ইসলাম রনি কৌশলে পালিয়ে যায়। পরে ৯ মার্চ সাগরিকা এলাকা থেকে আশরাফুল ইসলাম রনিকে গ্রেপ্তার করা হয়। তার নামে ১৪টি মামলা রয়েছে। আশরাফ স্বীকার করেছে, সে চট্টগ্রাম জেলা ও মহানগর এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, ডাকাতি ও মাদক ব্যবসা করে আসছে।