সাউদার্ন ভার্সিটিতে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কর্মশালা

| শুক্রবার , ১৭ মে, ২০২৪ at ৯:০৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও সাউদার্ন ইউনিভার্সিটি ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন : ডকুমেন্টেশনস এন্ড এভিডেন্স’ শীর্ষক কর্মশালা সম্প্রতি স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে অরুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) . শরীফ আশারাফউজ্জামান। কিনোট স্পিকার ও সভাপতি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. এস. এম. কবীর। অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক (অ্যাক্রেডিটেশন) অধ্যাপক নাসির উদ্দীন আহাম্মেদ। উপস্থিত ছিলেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. শওকতুল মেহের, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক সহ কর্মকর্তারা।

প্রধান অতিথি বলেন, অ্যাক্রেডিটেশন অর্জনে প্রস্তুতির অংশ হিসেবে আজকের এই কর্মশালার আয়োজন অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আমার প্রত্যাশা।অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি তাহলে অ্যাক্রেডিটেশন অর্জনে আর কোন বাধা থাকবে না। তিনি এ উদ্যোগ সফল করতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও শিক্ষককর্মকর্তাদের প্রতি আন্তরিক সহযোগিতা কামনা করেন। সভাপতির বক্তব্যে প্রফেসর ড. এস. এম. কবীর বলেন, সাউদার্ন ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন অর্জনের প্রচেষ্টাকে স্বাগত জানাচ্ছি। ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তাগণ অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টার মাধ্যমে অ্যাক্রেডিটেশনের যেপ্রস্তুতি গ্রহণ করেছেন, তা সত্যি প্রশংসনীয় ও আশাব্যঞ্জক। আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. শওকতুল মেহের সমাপণী বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউচ্চ শিক্ষার্থে নরওয়ে যাচ্ছে চুয়েটের ৮ শিক্ষার্থী
পরবর্তী নিবন্ধ‘শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ’ পুরস্কার পেলেন সীতাকুণ্ডের এসিল্যান্ড