সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিভাগের সভা

| শনিবার , ১১ ডিসেম্বর, ২০২১ at ৭:১২ পূর্বাহ্ণ

ঢাকার বনানীস্থ সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে গত ৮ ডিসেম্বর ‘বাংলা সাহিত্যের শিক্ষার্থীদের নিকট নিয়োগদাতাদের প্রত্যাশা’ বিষয়ক এক আন্তর্জালিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ড. হামিদা বেগমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্যপ্রকাশের কর্ণধার লেখক মাজহারুল ইসলাম ও নারী সাংবাদিক ডেইজি মওদুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদদীন। অনুষ্ঠানে বক্তারা সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ব্যতিক্রমধর্মী আয়োজনের ভূয়সী প্রশংসাসহ কর্মক্ষেত্রে শিক্ষার্থীদের সফলতা অর্জনের বিভিন্ন নির্দেশনা দেন। শিক্ষকতা ছাড়াও যাতে অন্য পেশা তারা বেছে নিতে পারে, রাষ্ট্রীয় পর্যায়ে যাতে বিভিন্ন সেক্টরে শুধুমাত্র বাংলা সাহিত্যের শিক্ষার্থীদের জন্য পদ সৃষ্টি করা হয় এ ব্যাপারেও আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্র্যান্ডিং বাংলাদেশ চিত্র প্রদর্শনী উদ্বোধন
পরবর্তী নিবন্ধবৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ