সাইনবোর্ড বাংলা না লেখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১৬ অপরাহ্ণ

সাইনবাের্ডে বাংলা না লেখায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত

বৃহষ্পতিবার (১১ ফেব্রুয়ারি) পরিচালতি অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

দণ্ডিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে লালখান বাজার মােড় এলাকার ‘লাইফ স্টাইল ফ্যাশন ওয়্যার’কে পাঁচ হাজার টাকা ও ‘কমপ্লিট কিচেন’কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অভিযানে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম বিভাগ ক্রিকেট লিগে রাইজিং স্টার জুনিয়র চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ৫৪ হাজার টাকা জরিমানা