বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের ক্রীড়া সংগঠক তাহের উল আলম চৌধুরী স্বপন। তিনি এর আগে ফেডারেশনের এডহক কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। এরপর নির্বাচনে তার নেতৃত্বাধীন প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। ১৯ সদস্যদের এ কমিটির সাধারণ সম্পাদকসহ ৪টি পদে বৃহত্তর চট্টগ্রাম জেলার প্রার্থীরা জয় লাভ করে। সাবেক কৃতী ফুটবলার চট্টগ্রামের সন্তান তাহেরুল আলম চৌধুরী স্বপন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এই কমিটিতে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয় সাইক্লিংয়ে স্বর্ণপদক জয়ী সাবেক খেলোয়াড় ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আবু হেনা মোস্তফা কামাল টুলু। আর সদস্য পদে নির্বাচিত হয়েছেন সাবেক কৃতী ফুটবলার ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ফুটবল কমিটির সম্পাদক মো. শাহজাহান। এছাড়া নতুন কমিটিতে যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কঙবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জসিমউদ্দিন।