চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক পূর্বকোণের সাবেক সিনিয়র সহ-সম্পাদক, সাংবাদিক এস এম শোয়েব খান গতকাল বুধবার সকাল পৌনে আটটায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। মৃতুকালে তিনি মা, স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে যান। এস এম শোয়েব খানের প্রথম নামাজে জানাজা গতকাল বুধবার বাদে জোহর চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন হযরত শাহ আনিস জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন। জানাজা শেষে মরহুমের প্রতি চট্টগ্রাম প্রেস ক্লাব এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়। বিকেলে ফটিকছড়ির নাজিরহাট বাবুনগর গ্রামের বাড়িতে বাদে আসর দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। শোয়েব খানের ইন্তেকালে গভীর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন, সাবেক এমপি মজহারুল হক শাহ চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাব, বিএফইউজে, সিইউজে, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।











