সহিংসতার বিরুদ্ধে ইসকনের মানববন্ধন ও বিক্ষোভ

দ্রুত বিচার ট্রাইব্যুনালে হামলাকারীদের বিচার দাবি

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৮ অক্টোবর, ২০২১ at ৮:১৩ পূর্বাহ্ণ

নোয়াখালি মন্দিরে পুরোহিত হত্যাসহ কুমিল্লা, চাঁদপুর, লামা, ফেনী, পেকুয়া, বাঁশখালীসহ বিভিন্ন স্থানে মন্দির, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর সহ দেশব্যাপী সহিংসতার মাধ্যমে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে ইসকন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল রোববার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইসকন বিভাগীয় সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এতে সভাপতিত্ব করেন। এতে বিভিন্ন স্থান থেকে ভক্তরা অংশ নেন।
এতে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা বন্ধ হচ্ছে না। স্বাধীনতা পরবর্তী সময় থেকে এ পর্যন্ত কোনো সাম্প্রদায়িক হামলার বিচার আলোর মুখ দেখেনি। দ্রুত বিচার ট্রাইবুনালে হামলাকারীদের বিচার করতে হবে। কারণ এদের কাছে কোনো মানুষই নিরাপদ নয়। এসময় নীরবতা পালনকারী প্রশাসনিক ব্যক্তিদের প্রত্যাহার করতে হবে। ক্ষতিগ্রস্ত মন্দির সমূহ সরকারি অর্থায়নে পুনর্র্নিমাণ করতে হবে।
প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির পরিচালনা কমিটির সদস্য গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী ও সাংবাদিক বিপ্লব পার্থের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন তালুকদার, প্রবর্তকের অধ্যক্ষ লীলারাজ গৌরদাস ব্রহ্মচারী, মহানগর পূজা কমিটির সভাপতি আশীষ ভট্টাচার্য,সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, অ্যাডভোকেট তপন কান্তি দাশ, চবি সনাতন ধর্ম পরিষদের সাধারণ সম্পাদক সজীব কুমার ঘোষ, ইসকন নন্দনকানন মন্দির অধ্যক্ষ পন্ডিত গদাধর দাস ব্রহ্মচারী, সম্পাদক তারণনিত্যানন্দ দাস ব্রহ্মচারী, কৈবল্যধামের ট্রাস্টি অজয় মিত্র সম্ভু, রমনা কালী মন্দিরের প্রধান উপদেষ্টা মিলন শর্মা প্রমুখ। পরে প্রেসক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল চেরাগী হয়ে আন্দরকিল্লা মোড়ে গিয়ে শেষ হয়।

পূর্ববর্তী নিবন্ধতাপদাহ বনাম মানবিকতার দহন
পরবর্তী নিবন্ধআর্ক পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক