সহপাঠীকে হত্যা করে ৩৩ বছর আত্মগোপনে

বায়েজিদ থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৬ মে, ২০২৩ at ৫:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে সহপাঠীকে হত্যা করে ৩৩ বছর পালিয়ে আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজা পাওয়া মো. শাহাবুদ্দিন নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বুধবার নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বিআরটিসি ট্রাক ডিপো মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহাবুদ্দিন আনোয়ারা থানাধীন শোলকাটা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

র‌্যাব, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বলেন, গ্রেপ্তার শাহাবুদ্দিন আনোয়ারা থানাধীন শোলকাটা গ্রামের একটি মাদরাসায় লেখাপড়া করতেন। তার সহপাঠী ছিলেন ভুক্তভোগী মো. সবুর। ১৯৯০ সালের ২১ মার্চ ঝগড়া বাঁধে দুইজনের মধ্যে। ঝগড়ার একপর্যায়ে সবুরকে পেরেকযুক্ত কাঠের লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন শাহাবুদ্দিন। পরবর্তীতে গুরুতর আহত সবুরকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় আনোয়ারা থানায় হত্যা মামলা করেন সবুরের বাবা। ওই মামলার পর থেকে পালিয়ে থাকা শাহাবুদ্দিনের অনুপস্থিতিতে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেন। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার বিআরটিসি ট্রাক ডিপো মোড় থেকে তাকে গ্রেপ্তার করার কথা জানায় র‌্যাব।

পূর্ববর্তী নিবন্ধএনআইডি জালিয়াতি করে ভুয়া পরিচয়ে বিয়ে
পরবর্তী নিবন্ধপটিয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ধর্ষক আটক