চট্টগ্রামে সহকর্মীর ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। গতকাল শনিবার রাতে পাহাড়তলী থানার সাগরিকা রোডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (২০) একটি সিগারেট কোম্পানির ভ্যান চালক। তার বাড়ি ফেনীতে। তিনি নগরীর সরাইপাড়া এলাকায় থাকতেন। হামলাকারী যুবকও একই প্রতিষ্ঠানে ভ্যান চালান। আনোয়ারের সাথে থাকা এক সহকর্মীর বরাত দিয়ে পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক বলেন, আনোয়ারকে টেলিফোন করে সাগরিকা রোডে নেয়া হয়েছিল। সেখানে যাবার পর রনি নামের এক সহকর্মী তাকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত নায়েক আমির।