চবি চারুকলা ইনস্টিটিউটে প্রদর্শনী উদ্বোধন

মুজিব শতবর্ষ

| রবিবার , ২০ ডিসেম্বর, ২০২০ at ১১:৩১ পূর্বাহ্ণ

মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত চবি চারুকলা ইনস্টিটিউটের শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের আয়োজনে শিল্পী রশিদ চৌধুরী গ্যালারীতে অনুষ্ঠিত ‘দাম দিয়ে কিনেছি বাংলা’ শীর্ষক ৪ দিন ব্যাপি প্রদর্শনী গত ১৮ ডিসেম্বর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন চারুকলা ইনস্টিটিউটের পরিচালক প্রণব মিত্র চৌধুরী ও শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ওয়ার্ডেন জাহেদ আলী চৌধুরী। এ সময় চবি সিন্ডিকেট সদস্য এস এম ফজলুল হক, প্রফেসর ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, প্রফেসর ড. এ কে এম মাঈনুল হক মিয়াজী, প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক সুব্রত দাশ, হায়দারী আন্দালুসিয়া, সিরাজাম মুনীরা, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মো. আতিকুর রহমান উপস্থিত ছিলেন। উপাচার্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চবি চারুকলা ইনস্টিটিউটের আয়োজনে ৪ দিন ব্যাপি একটি নান্দনিক প্রদর্শনীর আয়োজন করায় আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান। উপাচার্য চবি চারুকলা ইনস্টিটিউটের এ ধরনের প্রদর্শনী নিয়মিত অব্যাহত রাখার আহবান জানান। পরে উপাচার্য সকলকে সাথে নিয়ে প্রদর্শনী ঘুরে দেখেন। উপাচার্য রোকেয়া পদক অর্জন করায় চারুকলা ইনস্টিটিউটের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও চারুকলা ইনস্টিটিউটের ৭ জন শিক্ষার্থী আইসিসিআর স্কলারশিপ অর্জন করায় এবং ১ জন শিক্ষার্থী বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত নবীন শিল্পকলা প্রদর্শনীতে পুরষ্কার অর্জন করায় ইনস্টিটিউটের পক্ষ থেকে উপাচার্য তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসহকর্মীর ছুরিকাঘাতে যুবক খুন
পরবর্তী নিবন্ধফিরিঙ্গীবাজারে সিপিডিএল জলঝিরির নির্মাণ কাজ উদ্বোধন