সরিষার ফুলে কৃষকের মুখে আনন্দের রেখা

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলায় সরিষার বাম্পার ফলনের হাতছানিতে কৃষকের চোখে-মুখে আনন্দের রেখা ফুটেছে। এবার সরিষার হলুদ ফুলে উপজেলার বিভিন্ন স্থানের মাঠঘাট ছেয়ে গেছে। মাঠজুড়ে হলুদ ফুলের সমারোহ। সরিষার ফুলে আকৃষ্ট হয়ে মৌমাছিরা মধু আহরণে ব্যস্ত। সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে গোটা মাঠ। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে এ অঞ্চলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে আশা কৃষকদের। কৃষকরা বলছেন, আমন আবাদের পর জমিতে সরিষার আবাদ করা হয়। এরপর ওই জমিতে বোরো ধানের আবাদ হবে। এতে করে জমির উর্বরা শক্তি বৃদ্ধি পাওয়ায় বোরো আবাদে কম খরচে অধিক ফলন পাওয়া যায়। পাশপাশি মধ্যবর্তী সময়ে বাড়তি ফসলের আয়ে বোরো আবাদের সেচ, সারসহ অন্যান্য খরচ সহজে মেটানো সম্ভব হয়। উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার সীতাকুণ্ডে প্রায় ৩৩ হেক্টর জমিতে উন্নত জাতের সরিষার আবাদ করেছেন দুই শতাধিক কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলন হয়েছে।
আমন ধান কাটার পর ৫০শতক জমিতে সরিষা চাষ করেন সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ সাহাপাড়া এলাকার রিপন দাশ। ইতোমধ্যেই সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে তার ক্ষেত। ভালো ফলনের আশা তার। তিনি জানান, উপসহকারী কৃষি কর্মকর্তারা উৎসাহে গত বছর ৩০ শতক জমিতে সরিষার আবাদ করেছিলেন। বীজ ও সারসহ বিভিন্ন উপকরণ উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর থেকে পেয়েছিলেন। ভালো লাভ হয়েছিল। তাই এবার তিনি ৫০শতক জমিতে সরিষার আবাদ করেছেন। এবারও বিজসহ বিভিন্ন উপকরণ পেয়েছেন উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর থেকে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার তার বেশ লাভ হবে। একই এলাকার কৃষক অরুন কান্তি দাশ জানান, গত বছর রিপনের সরিষার ভালো ফলন হওয়ায় এবার তিনি ২০শতক জমিতে এ চাষ করেছেন। উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর থেকে বীজসহ বিভিন্ন উপকরণ পেয়েছেন। সরিষা চাষে তেমন খরচ হয় না বললেই চলে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিব উল্লাহ বলেন, গত বছরের তুলনায় এ বছর সরিষার চাষ বৃদ্ধি পেয়েছে। গত বছর উপজেলায় ২৯ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছিল। এবার ৪ হেক্টর বেড়ে ৩৩ হেক্টর জমিতে চাষ হয়েছে। কৃষকদের সরিষা চাষে অনুপ্রাণিত করতে বিভিন্ন সহযোগিতা করা হয়। কম খরচে দ্বিগুণ ফলন পাওয়ায় কৃষকেরা ধীরে ধীরে সরিষা চাষে আগ্রহী হচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধনারীর ছয় টুকরা লাশ ফার্মেসি মালিক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধদুর্নীতি উদঘাটন করেছে, এটাই শরীফের অপরাধ : ফখরুল