খ্যাতনামা অর্থনীতিবিদ, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মইনুল ইসলাম বলেছেন, সঞ্চয়পত্রের সুদের হার একটি কৃত্রিম আকর্ষণ তৈরি করে। এটি দেশের স্বাভাবিক অর্থনীতির ধারার জন্য ক্ষতিকর। ব্যাংকের স্বাভাবিক সুদের হারের চেয়ে সঞ্চয়পত্রের সুদ বেশি হয়ে গেলে এই কৃত্রিম আকর্ষণ তৈরি হয়, যাতে নানা পন্থায় সঞ্চয়পত্র কেনার ঘটনা ঘটে। এটা বিনিয়োগ পরিস্থিতির স্বাভাবিকতা নষ্ট করে।
তিনি বলেন, সঞ্চয়পত্রের সুদের হার নিয়ে কৃত্রিম আকর্ষণ যাতে তৈরি না হয় সেদিকে সরকারকে সজাগ থাকতে হবে। এটি দেশের স্বাভাবিক অর্থনীতির জন্যই জরুরি।
তিনি আরো বলেন, দেশের অনেক সাধারণ মানুষ সঞ্চয়পত্রের সুদের ওপর নির্ভর করেন। তাদের বিষয়টিও দেখতে হবে। সরকারের কোনো সিদ্ধান্তে যেন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। অবশ্য ব্যাংকের সুদ কমে গেলে সঞ্চয়পত্রের সুদও সমন্বয় করতে হবে। তবে দেখার বিষয় হচ্ছে, সমন্বয়টা সরকার কত দক্ষতার সাথে করতে পারে। তিনি বিষয়টিকে গণমুখী করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।