সরকারি স্বার্থ সংশ্লিষ্ট মামলায় করণীয় বিষয়ে কর্মশালা

| শুক্রবার , ২৭ মে, ২০২২ at ৫:৫১ পূর্বাহ্ণ

উচ্চ আদালতে বিচারাধীন সরকারি স্বার্থ সংশ্লিষ্ট মামলা চিহ্নিতকরণ, করণীয় ও মামলা পরিচালনায় আইনী ধাপ বিষয়ক দিনব্যাপী কর্মশালা চট্টগ্রাম পিআইডির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম পিআইডি ও জেলা তথ্য অফিস চট্টগ্রামের সহায়তায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এ কর্মশালার আয়োজন করে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ কর্মশালা উদ্বোধন ও সমাপনী সেশনে বক্তৃতা করেন।

মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা ও জেলা জজ মো. সাইদুর রহমান গাজী রিসোর্সপারসন হিসেবে কর্মশালায় মামলা পরিচালনা সংক্রান্ত উচ্চ আদালত ও অধঃস্তন আদালতের বিভিন্ন ধাপ ব্যাখ্যা করেন। কোনগুলো সরকারি স্বার্থ সংশ্লিষ্ট মামলা তার বিবরণ দিয়ে আইন কর্মকর্তা মো. সাইদুর রহমান গাজী বলেন, অফিস প্রধান হিসেবে প্রত্যেক কর্মকর্তার সরকারি স্বার্থ সংরক্ষণ বিষয়ে করণীয় রয়েছে। সেসব করণীয় অবশ্যই পালন করতে হবে। না হলে সংশ্লিষ্ট কর্মকর্তার অযোগ্যতার প্রমাণসহ তার ব্যক্তিগত সম্পদ থেকে সরকারি ক্ষতি পূরণ করা হবে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু হতে পারে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ বলেন, সরকারি স্বার্থ সংশ্লিষ্ট মামলাগুলো সরকারের অনুকূলে নিয়ে আসাসহ এ বিষয়ে কর্মকর্তাদের আরো দক্ষ করে তোলার জন্যই এ কর্মশালা। এ কর্মশালা হতে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে জনস্বার্থ অক্ষুন্ন রেখে কাজ করতে হবে। সরকারি সম্পত্তি বেদখল হলে নির্দিষ্ট উপায়ে মামলা দায়ের করতে হবে। প্রয়োজনে মন্ত্রণালয়কে জানাতে হবে। মামলাকে ভয় পেলে চলবে না।

দিনব্যাপী এ কর্মশালায় গণযোগাযোগ অধিদপ্তরের বিভিন্ন জেলা ও উপজেলা অফিসের দপ্তর প্রধানগণ, বাংলাদেশ বেতার চট্টগ্রাম বিভাগ ও বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র এবং পিআইডি চট্টগ্রাম মিলে মোট ৩০ জন কর্মকর্তা কর্মশালায় অংশ নেন। মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মোতালেব হোসাইন ও প্রশাসনিক কর্মকর্তা মো. ফিরোজ এসময় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক সিদ্দিক আহমেদ ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
পরবর্তী নিবন্ধমায়া