সরকারি রিপোর্ট প্রত্যাখ্যান চার সংগঠনের

বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হত্যা

| শনিবার , ২৯ মে, ২০২১ at ৪:৫৬ পূর্বাহ্ণ

বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নে গত ১৭ এপ্রিলে এস আলমের নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে গুলি করে শ্রমিক হত্যার বিষয়ে গত ২৪ মে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সরকারি তদন্ত কমিটির রিপোর্ট প্রত্যাখান করেছে চার সংগঠন। সংগঠনগুলো হলো জাতীয় মুক্তি কাউন্সিল (পূর্ব-৩), বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, বিপ্লবী শ্রমিক আন্দোলন ও গণমুক্তি ইউনিয়ন।গত ২৬ মে এক বিবৃতিতে সংগঠনসমূহের নেতৃবৃন্দ বলেন, সরকারি তদন্ত কমিটির রিপোর্ট মিথ্যা, বানোয়াট এবং একপেশে। এই রিপোর্টে শ্রমিক হত্যাকারী পুলিশ ও নির্দেশ প্রদানকারী কারো বিরুদ্ধে কথা নেই। তাদের দায়মুক্তি দেওয়া হয়েছে। শ্রমিক হত্যার পরপরই আমরা দাবি তুলেছিলাম, একজন জেলা জজ বা জেলা জজের মর্যাদা সম্পন্ন জজের নেতৃত্বে তদন্ত কমিটি করা উচিত। বিবৃতিদাতা চার সংগঠনের নেতৃবৃন্দ হচ্ছেন অ্যাডভোকেট ভুলন ভৌমিক ও অ্যাডভোকেট আমীর আব্বাস, অপু দাশগুপ্ত ও সত্যজিৎ বিশ্বাস, রাজা মিয়া ও নজরুল ইসলাম, রাকিব উদ্দিন ও দীলিপ দাশ।

পূর্ববর্তী নিবন্ধকারিতাসের মাদক বিরোধী সভা
পরবর্তী নিবন্ধনগরীতে সুবিধাবঞ্চিতদের মাঝে স্বাস্থ্য সেবা প্রদান