নগরীতে সুবিধাবঞ্চিতদের মাঝে স্বাস্থ্য সেবা প্রদান

| শনিবার , ২৯ মে, ২০২১ at ৪:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশন প্ল্যানের আরবান হেলথ কর্মসূচির আওতায় মোবাইল মেডিকেল টিমের মাধ্যমে সুবিধাবঞ্চিত নগরবাসীদের মাঝে বিনামূূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। নগরীর ষোলশহর রেল স্টেশনে প্রধান অতিথি হিসেবে দুই জন দুস্থ রোগীকে চিকিৎসা প্রদানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির। সুবিধাবঞ্চিত শিশু-কিশোর, নারী ও বৃদ্ধসহ ২’শ জনকে বিনামূূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। চট্টগ্রাম জেলা শহরে সুবিধাবঞ্চিত নগরবাসী, বস্তিবাসী, কারখানার শ্রমিক ও ভাসমান জনগোষ্ঠীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সিভিল সার্জন কার্যালয়ের এ কার্যক্রম। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে বিনামূূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় দুস্থ রোগীদের চিকিৎসা-সেবা প্রদান করেন সিভিল সার্জন, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. নওশাদ ও বেসরকারী সংস্থা ওয়াইস্যাবের প্রতিষ্ঠাতা ডা. হামিদ হোছাইন আজাদ। মোবাইল মেডিকেল টিমে সহযোগিতা করেন জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক সুজন বড়ুয়া, জেলা ইপিআই টেকনোলজিস্ট কাজল কান্তি পাল, স্বাস্থ্য পরিদর্শক অলক দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকারি রিপোর্ট প্রত্যাখ্যান চার সংগঠনের
পরবর্তী নিবন্ধনেতাকর্মীদের দুঃসময়ে পাশে থাকতেন ওয়াহিদুল আলম