মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, সামাজিক, অবিচার, অনাচারের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত অবস্থান নিয়েছেন। আগামী চসিক নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থীর বিজয় অনিবার্য করে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ঢাকায় শাহবাগ এবং চট্টগ্রামের প্রেসক্লাবের সামনে ধর্ষণবিরোধী মানববন্ধন সমাবেশ করছেন। তাদের উদ্দেশ্যে বলি এখানে আপনারা ফটো সেশন করছেন। যারা এসব করছে তাদেরকে চিহ্নিত করে আইনে সোপর্দ করুন। আমি দলগতভাবে সমাজ পরিবর্তনের সামাজিক আন্দোলন চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ঈর্ষন্বীয় উন্নয়ন অগ্রগতিকে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করে তুলতে বিএনপি-জামায়াত চক্র মরিয়া হয়ে উঠেছে। মীমাংসিত কিছু ইস্যুকে সামনে রেখে তারা নানা অপতৎপরতা চালানোর চেষ্টা চালাচ্ছে। মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন চসিক নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, একটি কঠিন ক্রান্তিকাল অতিক্রম করতে যাচ্ছি। করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার সাথে সাথেই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে। ৮নং শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের আওতাধীন এ ইউনিটের সভাপতি আকতার ফারুক, বি ইউনিটের সভাপতি কফিল উদ্দিন খোকন, সি ইউনিটের সভাপতি মো. হোসেনের সভাপতিত্বে কার্যকরী কমিটির সভায় বক্তব্য দেন, সফর আলী, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, মোহাম্মদ হোসেন, দিদারুল আলম চৌধুরী, আবু তাহের, শহিদুল আলম, সাইফুদ্দীন খালেদ বাহার, আতিকুর রহমান আতিক, শেখ সরওয়ার্দী, এ ইউনিটের তৌহিদ আনোয়ার সেন্টু, বি ইউনিটের প্রিয়লাল গোস্বামী, সি ইউনিটের অহিদ চৌধুরী মুক্তি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।