সম্ভাব্য সেরা দল গঠন করতে চায় পাকিস্তান

| সোমবার , ৬ সেপ্টেম্বর, ২০২১ at ১১:১৪ পূর্বাহ্ণ

আজ সোমবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখানে কোনো চমক থাকবে না। পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকেটপাকিস্তানডটকম তাদের প্রতিবেদনে জানায় সামপ্রতিক টি-টোয়েন্টি সিরিজগুলোতে যারা খেলেছে তাদের নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা করা হবে। এরই মধ্যে স্কোয়াড প্রায় চূড়ান্ত করা হয়েছে । এখন শুধুমাত্র কোচিং স্টাফ ও অধিনায়ক বাবর আজমের সঙ্গে চূড়ান্ত কথা বলে ঘোষণা করে দেয়া হবে বিশ্বকাপের দল। যেহেতু আগামী ১৩ সেপ্টেম্বরের আগে পিসিবির নতুন চেয়ারম্যান হিসেবে কাউকে দায়িত্ব দেয়া হবে না। তাই আজ সোমবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়াসিম খান এ স্কোয়াডের অনুমোদন দেবেন। বিশ্বকাপের ভেন্যু আরব আমিয়াতের কন্ডিশন বিবেচনা করে বিশ্বকাপ দলে ১৫ জন খেলোয়াড় রাখা হবে। পাশাপাশি আরও ছয়-সাত খেলোয়াড়কে রিজার্ভ সদস্য হিসেবে নিয়ে যাওয়া হবে। সব মিলিয়ে বিশ্বকাপের জন্য সম্ভাব্য সেরা দলই গঠন করতে চায় পাকিস্তান।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুন্ডে মিনি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধসুপার থ্রিতে তৃতীয় দল নওজোয়ান গ্রীন