সময়ের বিষণ্নতা

জেসমিন জেসী | বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৩৮ পূর্বাহ্ণ

ভালো নেই কেউ কোথাও আর,

তবুও ভালো থাকার

মিথ্যে অভিনয় সবার ;

বুকের ভিতর এক চিলতে আকাশ

মেঘ রৌদ্র সমান লুকোচুরি

কাগজ ফুলে ছেয়ে গেছে বাগান

নেই গন্ধ, রং, বর্ণ সতেজতা

ভালো নেই মালি!

ভালো নেই ঘাসফড়িং

মৌন প্রজাপতি, তড়িৎ পাখায়

মত্ত নয় মধু পানে!

খেয়ালী ডানায় খুঁজে ফিরে চিল

ডানা ঝাপটায় শূন্যে, বহুদিন শূন্যে,

বৈরী বাতাস বহিছে ঈশানে

তা থৈ নৃত্যে মেঘ বালিকা

আকুলিয়া ধায় কাহার পানে!

জলধিতরঙ্গ ফেনিল ফেনায়িত

রোষানল বহ্নি ছাপিয়া দুকূলে

ভাঙিবে পাঁজর বুঝি মর্মরে!

চিত্ত মম উদাসী, অপলক দৃষ্টি

খোঁজে অন্তরিক্ষে, চির আত্নজ,

সাহারার হাহাকার, শুকিয়েছে নেত্র

শকুনির দখলে দ্যাখো বুকের ধন

চীনের প্রাচীরের ঘেরা টোপে

জননীর শৌন দৃষ্টি রুখিবে

সাধ্য কার রে, পাষাণের দল!

শূন্যে মহাশূন্যে অখিলে নিখিলে

ধূমায়িত ধ্বনিছে অশনি বার্তা

মনে নেই প্রীতি আকুলতা

ভালো নেই ভালোবাসা!

পূর্ববর্তী নিবন্ধস্বপ্ন জল
পরবর্তী নিবন্ধশাণিত বক্ষে