সন্দ্বীপে দলের মনোনয়ন লাভের দৌড়ে দুই দলে একাধিক প্রার্থী

আজাদী প্রতিবেদন | শনিবার , ৫ ডিসেম্বর, ২০২০ at ৫:৪০ পূর্বাহ্ণ

দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের মূল ভূ-খণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপ পৌরসভা নির্বাচন। ৬০ হাজার জনসংখ্যা অধ্যুষিত পৌর এলাকায় ভোটার রয়েছে ৩৪ হাজার। নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যে যার যার মত করে দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং ভোটারদের মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমান মেয়র জাফর উল্যা টিটুসহ একাধিক মনোনয়ন প্রত্যাশী মাঠে সক্রিয় আছেন। তবে সক্রিয় না হলেও অপর বৃহৎ রাজনৈতিক দল বিএনপিতেও আছে একাধিক মনোনয়ন প্রত্যাশী। দু’বারের নির্বাচিত বর্তমান মেয়র জাফর উল্যা টিটু বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ শাহজানের ঘনিষ্ঠ ও নিকটাত্মীয়। পৌরসভা আওয়ামী লীগের সাবেক এই সেক্রেটারি আশাবাদী এবারেও দলীয় মনোনয়ন নিয়ে উতরে যাবেন নির্বাচনী লড়াই।
সন্দ্বীপ পৌরসভাকে ‘গ’ থেকে ‘খ’ শ্রেণিতে উন্নীত করার কথা উল্লেখ করে তিনি বলেন, পৌরসভার অবকাঠামোগত উন্নয়নে ১০ কোটি টাকার প্রকল্পের কাজ চলমান। পৌরবাসীর জন্য সুপেয় পানি নিশ্চিত করতে একটি প্রকল্পের কাজ শেষ হয়েছে। এছাড়া তিনকোটি টাকা ব্যয়ে স্ট্রিট লাইট বসানোর কাজ চলছে।
মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় রাতদিন পরিশ্রম করছেন সন্দ্বীপ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোক্তাদের মাওলা সেলিম। বর্তমান সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতার ঘনিষ্টজন হিসেবে পরিচিত সাবেক এই ছাত্রনেতা নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিন ধরে চষে বেড়াচ্ছেন পৌরসভার অলিগলি।
সেলিম দৈনিক আজাদীকে বলেন, পৌরসভার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যখাত এবং যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। তিনি আরো বলেন, নির্বাচিত হলে সাংসদ মাহফুজুর রহমান মিতার সহযোগিতায় পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসাবে গড়ে তুলতে পারবো।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করলেও দল নির্বাচন করলে সেক্ষেত্রে দলীয় মনোনয়ন চাইবেন বলে জানান পৌর বিএনপি নেতা আলমগীর হোসাইন ঠাকুর ও আজমত আলী বাহাদুর।
সন্দ্বীপ পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলমগীর হোসাইন ঠাকুর বলেন, ‘বিগত ২০ বছর ধরে পৌরবাসী নাগরিক সুবিধা বঞ্চিত। নির্বাচিত হলে পৌরবাসীর জন্য স্বাস্থ্য শিক্ষা আর যোগাযোগ ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে কাজ করব। তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে তিনি আরো বলেন, মানুষকে কেন্দ্রে নিয়ে যাওয়াই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সন্ত্রাস দমন, নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়ে আজমত আলী বাহাদুর বলেন, ‘আধুনিক সুবিধা বঞ্চিত পৌরবাসীর নাগরিক সুবিধা বৃদ্ধি, রাস্তা, ব্রিজ, কালভার্ট নির্মাণ, পানি নিষ্কাশনের প্রয়োজনে ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ, সুপেয় পানি সরবরাহ কর্মসূচির জন্য পৌরবাসীর সমর্থন প্রত্যাশা করছি।’ এছাড়া তিনি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের প্রতি জোর দাবি জানান।
এদিকে ৩ ডিসেম্বর কবি আবদুল হাকিম অডিটোরিয়ামে সন্দ্বীপ পৌরসভা আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এসময় ১১ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ও জমা দেন। বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী সন্দ্বীপ পৌর নির্বাচনে আগ্রহী প্রার্থীদের তালিকা কেন্দ্রে পাঠানো হবে বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধরঙ ছড়াল নবান্ন উৎসব
পরবর্তী নিবন্ধবায়তুল মোকাররম থেকে ভাস্কর্যবিরোধী মিছিল পুলিশের লাঠিচার্জ