বায়তুল মোকাররম থেকে ভাস্কর্যবিরোধী মিছিল পুলিশের লাঠিচার্জ

| শনিবার , ৫ ডিসেম্বর, ২০২০ at ৫:৪১ পূর্বাহ্ণ

জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের সামনে থেকে বের করা ভাস্কর্যবিরোধী মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এরপর মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর থেকে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। দুপুরে আয়োজিত মিছিল বায়তুল মোকাররম থেকে পল্টনের দিকে যাওয়ার সময় বাধা দেয় পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। মতিঝিল জোনের এডিসি এনামুল হক মিঠু বলেন, সভা-সমাবেশ নিষিদ্ধ। এ বিষয়ে আমরা আগে থেকে অ্যালার্ট ছিলাম। হঠাৎ করে একদল হুজুর বায়তুল মোকাররম থেকে শাহবাগের দিকে যাচ্ছিল। আমরা পল্টনে ব্যারিকেড দিয়েছিলাম। তারা সেটা ভেঙে ফেলে। এরপর আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। তিনি আরও জানান, মিছিল কারা আয়োজন করেছে তা এখনো জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে দলের মনোনয়ন লাভের দৌড়ে দুই দলে একাধিক প্রার্থী
পরবর্তী নিবন্ধবান্দরবানে ছাত্রদলের ১৩ আহ্বায়ক কমিটি