সন্দ্বীপে গৃহহীন দম্পতিকে পুলিশের নতুন ঘর উপহার

সন্দ্বীপ প্রতিনিধি | মঙ্গলবার , ১০ মে, ২০২২ at ১০:৫০ পূর্বাহ্ণ

সন্দ্বীপের রহমতপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এক গৃহহীন দম্পতিকে ঘর নির্মাণ করে দিয়েছে পুলিশ। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ পুলিশের উদ্যোগে প্রতিটি থানায় গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণ করা হয়।

সেই প্রকল্পের অংশ হিসেবে শামসুন্নাহার ও রুহুল আমিনকে দেওয়া এ ঘর নির্মাণ কাজে তত্ত্বাবধান করেন সন্দ্বীপ থানা পুলিশ। জানা যায়, প্রায় দুই শতক জমি এ গৃহহীন দম্পতির নামে খরিদ করা হয়। সে জায়গার উপরে ঘর নির্মাণসহ সোলারবাতি, পানির কলও স্থাপন করে দেয়া হয়। এছাড়া প্রায় ৪/৫ মাস পূর্ব থেকে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যও কিনে দেয়া হচ্ছে।

রুহুল আমিন একসময় রিকশা চালাতেন। বয়সের ভারে এখন আর সেটি সম্ভব হচ্ছে না। নতুন ঘর পেয়ে রুহুল আমিন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ খান আজাদীকে বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টারের উদ্যোগে প্রতিটি থানায় একটা গৃহহীন পরিবারকে বাড়ি নির্মাণের প্রকল্প নেওয়া হয়। সেই প্রকল্পে আওতায় সন্দ্বীপে রুহুল আমিন দম্পতিকে ঘরসহ অবকাঠামো নির্মাণ করে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী জাতীয়ভাবে পালন করা হোক
পরবর্তী নিবন্ধমা দিবসে চন্দনাইশে সমাবেশ ও র‌্যালি