অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদ হলেও সন্তান আব্রাম খান জয়ের সঙ্গে নিয়মিতই যোগাযোগ রয়েছে শাকিব খানের। এবার জয়ের জন্মদিনটা শাকিব খানের বাসাতেই উদযাপন করা হয়েছে। অন্যদিকে শাকিব-বুবলীর সন্তান শেহজাদ খান বীর সামনে আসার পর বুবলীর সঙ্গেও দূরত্বের কথা জানিয়েছেন শাকিব। জানিয়েছেন বুবলীর সঙ্গে এখন তার যোগাযোগ নেই। যতটুকু যোগাযোগ হয় তার ছেলে বীরকে কেন্দ্র করেই। খবর বাংলানিউজের।
তবে ছেলেদের সঙ্গে যোগাযোগ ও তাদের প্রতি ভালোবাসা থাকলেও সন্তানের মায়েদের প্রতি টান নেই শাকিবের। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে শাকিব খানের কথায় সে কথাই প্রমাণীত হল। তিনি বলেন, একটা কথা নিশ্চিত করে বলতে চাই, অপু বিশ্বাস ও বুবলী দুজনেই এখন আমার কাছে অতীত। তাদের সঙ্গে কোনো অবস্থায় আমার সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই।
যদিও অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা এলেও বুবলীর সঙ্গে বিচ্ছেদের আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এর মধ্যেই তিনি জানালেন মায়ের সঙ্গে যোগাযোগ না হলেও বীরের সঙ্গে তার নিয়মিতই যোগাযোগ হবে। বীর তার কাছেই থাকবে। শাকিব খানের ভাষ্য, শেহজাদ খান বীরের সঙ্গেও আমার দেখা হবে। সে আমার সঙ্গে থাকবে। এখন সে অনেক ছোট, তাই আলাদা করে আমার কাছে রাখতে পারি না, তবে শিগগিরই তারও আসা-যাওয়া হবে আমার বাড়িতে। দাদা-দাদি, ফুফা-ফুফুর আদর পাবে। শেহজাদ যখন স্কুলে যাওয়া শুরু করবে, তখন তার মায়ের সঙ্গেও আমার দেখা হবে-এটা খুবই স্বাভাবিক। তবে দুই সন্তানের মায়েদের নিয়ে শাকিব বলেন, তারা আমার দুই সন্তানের মা, সন্তানের মা হিসেবে তাদের প্রতি আমার যে সম্মান ও সম্পর্কটা থাকা দরকার, স্রেফ সেটুকুই থাকবে।