পাঁচ বছর হয়ে গেল বারী সিদ্দিকী নেই

| শুক্রবার , ২৫ নভেম্বর, ২০২২ at ৯:৫৮ পূর্বাহ্ণ

উত্তর-পূর্ব বাংলার উড়াল পঙ্খির দেশের তিনি ছিলেন গানের একটি ‘সুয়া চান পাখি’। হিজলে তমালে ছাওয়া আদিঅন্তহীন হাওরের বুক থেকে গান নিয়ে তিনি ছড়িয়ে দিয়েছিলেন সারা বাংলায়। জল ছলছল লিলুয়া বাতাসে ভেসে সেই অপরূপ গানে স্পর্শ করেছিলেন সমগ্র বাংলাভাষী মানুষদের মন। মরমী গানের ‘সুয়া চান পাখি’ বারী সিদ্দিকী এখন চলে গেছেন অধরা জগতের দূর নীলিমায়। গতকাল বৃহস্পতিবার ছিল এই গুণী শিল্পীর মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের ২৪ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান তিনি। দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেল বারী সিদ্দিকী নেই। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধধৈর্যের বাঁধ ভেঙেছে বুবলীর!
পরবর্তী নিবন্ধসন্তানদের চাইলেও অপু বুবলী অতীত : শাকিব