সদারঙ্গের শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান

| শনিবার , ৬ জুলাই, ২০২৪ at ৪:৫৮ পূর্বাহ্ণ

সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদের নিয়মিত আয়োজন দ্বিমাসিক শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান গতকাল শুক্রবার থিয়েটার ইন্সটিটিউট, চট্টগ্রামের গ্যালারি হলে অনুষ্ঠিত হয়েছে। এতে স্বাগত বক্তব্য দেন, সদারঙ্গের নব নিযুক্ত সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী। এছাড়াও বক্তব্য দেন, প্রফেসর সহীদ উল্লাহ্‌ লিমন, প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী ও প্রকৌশলী রুপক সেন।

মূলত শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষার্থীদের মঞ্চভিতি দূর করা এবং এদের উৎসাহ প্রদানের উদ্দেশ্যে প্রতি দুমাস অন্তর এই আয়োজনগুলো হয়ে থাকে। নতুনদের সাথে প্রতিষ্ঠিত শিল্পীদের পরিবেশনার মেলবন্ধন ঘটানো হয়ে থাকে। অর্পিতা দেবী দোলার সঞ্চালনায় এদিনের আয়োজনে শুরুতে তবলা লহড়া পরিবেশন করেন তীর্থ বড়ুয়া। তার সাথে হারমোনিয়ামে সহযোগিতা করেন আনন্দী সেন। এরপর ঋতুরাগ মেঘমল্লারে প্রথমে ঝাঁপতালে বিলম্বিত ও পরে ত্রিতাল দ্রুত লয়ে খেয়াল পরিবেশন করেন আদৃতা চক্রবর্তী। এই পরিবেশনায় সহযোগী ছিলেন তবলায় রাজিব চক্রবর্তী, হারমোনিয়ামে প্রমিত বড়ুয়া এবং তানপুরায় এনায়েত উল্লাহ সানি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় এসএসসি প্রোগ্রামের ওরিয়েন্টেশন ও বই উৎসব
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের পড়ালেখার মাধ্যমে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে