নগরীর সদরঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে দুটি চোরাই ট্রাকসহ মো. সজিব (২০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিমান্ডে আনার পর চুরির কথা বিষয়টি স্বীকার করে এবং তার স্বীকারোক্তি মোতাবেক বুধবার দিবাগত রাতে একটি ট্রাক উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সদরঘাট থানার ওসি সাখাওয়াত হোসেন। গ্রেপ্তার সজিব নোয়াখালীর সুবর্ণচর থানাধীন হালিম বাজার এলাকার মাহফুজুর রহমানের ছেলে।
ওসি বলেন, সদরঘাট এলাকা থেকে দুটি ট্রাক চুরির ঘটনা ঘটে। এতে মামলা হলে সজিব নামের ওই চোরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে একটি ট্রাক উদ্ধার করা হয়। পরে আদালতে উপস্থাপন তাকে দু্ইদিনের রিমান্ডে আনা হয়। রিমান্ডের শেষ দিনে আরো একটি ট্রাক উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রিমান্ড শেষে তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।