তিন মাদক কারবারী গ্রেপ্তার, ভ্রাম্যমান আদালতে ১৬ জনের সাজা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৭ সেপ্টেম্বর, ২০২১ at ৫:২৮ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানাধীন রাহাত্তর পুল, কর্ণফুলী থানাধীন ক্রসিং এবং খুলশী থানাধীন গরীবুল্লাহ শাহ মাজার এলাকা থেকে তিন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের কাছ থেকে ২ হাজার ৯৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো সার্কেলের সহকারী পরিচালক এমদাদুল ইসলাম বলেন, নগরীর রাহাত্তরপুল এলাকা থেকে এক হাজার ইয়াবাসহ রহিমুল্লা (৩৯), ভেল্লাপাড়া ক্রসিং এলাকা থেকে ১১৮০ ইয়াবাসহ রহিমা খাতুন (৩৫) এবং গরীবুল্লাহ শাহ মাজার এলাকা থেকে ৮০০ ইয়াবাসহ দিলদার হোসেন (৩০) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চান্দগাঁও, কর্ণফুলী ও খুলশী থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।’
তিনি বলেন, ইয়াবাসহ তিন আসামী গ্রেপ্তার বাদেও নগরীর কোতয়ালী, রেল স্টেশন, লালদিঘী, ইস্পাহানি রেল গেট এলাকায় ভাসমান মাদকসেবি ও খুচরা মাদক কারবারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।
অভিযানে ১৬জনকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইমা ইসলাম আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।’

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধসদরঘাটে দুটি চোরাই ট্রাকসহ যুবক গ্রেপ্তার