ব্যক্তিভেদে মানুষ যা বিশ্বাস করে তাই তার কাছে সত্য। অন্যের বিশ্বাস যদি একজনের কাছে সর্বদা সত্য হতো, তাহলে এই পৃথিবীতে অসত্য বলতে কিছু থাকতো না। মিথ্যা আর সত্যের প্রভেদকারী হচ্ছে মানুষের স্বতন্ত্র বিশ্বাস। তবে এই বিশ্বাস সব ক্ষেত্রে সবার কাছে আলাদা কোন বস্তু নাও হতে পারে।
অবিশ্বাস থেকে মানুষ কখনো-বা বিশ্বাসী হয়ে ওঠে। তার সত্যও মিথ্যায় পর্যবসিত হয়। তবে সামগ্রিক চিন্তায় মানুষ স্বয়ং যা কিছু করে তা মিথ্যা নয়। তার বিশ্বাস বর্তমানকে সত্য করে তুলে, ভবিষ্যত হয়তো তার অতীতকে মিথ্যার ঘোরে ডুবে দেয়। তবে সত্যের সাথেই মানুষের বসবাস। আর বুদ্ধিমানরা ভবিষ্যতকে দেখেই তার বিশ্বাস বা সত্যকে উপলব্ধি করে। মিথ্যা হয়ে ওঠে কেবল তার চারপাশের মানুষজন, যেটা সে বিশ্বাস করে না। সত্য কি তবে আপেক্ষিক কিছু নয়?
লেখক: শিক্ষার্থী