সকলকে সাথে নিয়ে মোবাইল কোর্ট

বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের নানা পদক্ষেপ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৮ অক্টোবর, ২০২১ at ৭:৪৩ পূর্বাহ্ণ

নিত্য প্রয়োজনীয় পণ্যের অবাধ সরবরাহ ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। গতকাল রোববার বিকাল সাড়ে তিনটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত নিত্য প্রয়োজনীয় পণ্যের অবাধ সরবরাহ ও স্থিতিশীল রাখার লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শুধু নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করলে অনেক নেগেটিভ কথা আসে। তাই সংশ্লিষ্ট সকলকে নিয়ে সবার উপস্থিতিতে অভিযান পরিচালিত হবে। প্রথমে সতর্ক করা হবে। পরে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজারে ভেজাল সহ্য করব না। অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করব। ওজনে ত্রুটি কিছুটা কমে এসেছে। তবে বাজারে ওজন সমস্যার পুরোপুরি সমাধান প্রয়োজন।
তিনি আরো বলেন, আমাদেরকে বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। এর মধ্যে বিগত কিছুদিন যাবৎ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উঠা-নামা করছে। যেটি কোনোভাবেই কাম্য নয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, উন্মুক্ত এ সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেন জেলা প্রশাসক। সেগুলো হল, প্রত্যেকটি পাইকারি ও খুচরা বাজারে মূল্য তালিকা টাঙাতে হবে। বাজারভিত্তিক কমিটি থাকতে হবে। খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে এবং ওজনে কম পরিমাপকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। টিসিবি কর্তৃক টিসিবি ডিলারদের সকাল সাড়ে ৬টা থেকে টিসিবি পণ্য সরবরাহ করবে এবং টিসিবি ট্রাক সকাল ১০টার মধ্যে বিক্রয় স্পটে আসতে হবে। পণ্যবাহী যানবাহনের অবাধ চলাচল এবং যাতে অযথা হয়রানির শিকার না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ করবে। বাজার কমিটির জবাবদিহিতা থাকবে এবং নেতৃবৃন্দ ও কর্তৃপক্ষের সদস্যদের নিয়ে সংশ্লিষ্ট বাজার মনিটরিং করা হবে। সিটি কর্পোরেশন এলাকার মতো উপজেলায় বাজার মূল্য নিয়ন্ত্রণ করার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে আহ্বায়ক করে উপজেলা বাজার মনিটরিং টিম গঠন করে স্ব স্ব ক্ষেত্রে বাজারসমূহ মনিটরিং করা হবে।
সভায় চট্টগ্রাম চেম্বার পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, চাক্তাই আড়তদার কমিটির সভাপতি আহসান খালেদ, রিয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক শিবলীসহ বিভিন্ন ব্যবসায়িক নেতৃবৃন্দ ও ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্য ও ক্যাবের সভাপতি এসএম নাজের হোসাইনসহ নেতারা, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মাসুদ কামাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. সুমনী আক্তার উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। ক্যাবের নেতারা ভোক্তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলার সাত লাখ শিক্ষার্থীর তথ্য মাউশিতে
পরবর্তী নিবন্ধশহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন আজ