অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধসহ সকল আন্দোলন সংগ্রামে নারীদের ভূমিকা ছিল অপরিসীম। স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের নানাভাবে এদেশের নারীরা সহায়তা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের সার্বিক সুরক্ষা ও উন্নয়নে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন।
তিনি গতকাল রোববার রাজধানীর ডিএসই টাওয়ারে ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (আইএফসি) ও ঢাকা স্টক এঙচেঞ্জ পিএলসির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত ‘রিং দ্যা বেল ফর জেন্ডার ইকুয়েলিটি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ঢাকা স্টক এঙচেঞ্জের চেয়ারম্যান প্রফেসর ড. হাফিজ মো. হাসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবায়াত–উল–ইসলাম বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।