শেখ হাসিনার উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিব

বোয়ালখালীতে মতবিনিময়ে এমপি আবদুচ ছালাম

| সোমবার , ১১ মার্চ, ২০২৪ at ৯:৪৩ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইমামুল্লারচর রুপায়ন ক্লাবের উদ্যোগে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের উৎসব উদযাপন কমিটি কর্তৃক সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় এবং আগামী ১৪, ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠিত উৎসবের আমন্ত্রণপত্র প্রদান করা হয়। সাক্ষাৎকালে আবদুচ ছালাম এমপি বলেন, আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি। আপনাদের কারণে আমি এলাকার উন্নয়ন ও সেবা করার সুযোগ পেয়েছি। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিব মহান সৃষ্টিকর্তা সহায়। এই সময় উপস্থিত ছিলেন রুপায়ন ক্লাবের কার্যকরী কমিটির কার্যকরী সভাপতি সোমনাথ চৌধুরী, সাধারণ সম্পাদক শিমুল সরকার, যুগ্মসাধারণ সম্পাদক রাসেল সরকার, উৎসব উদযাপন পরিষদের সভাপতি শিমুল দত্ত, সাধারণ সম্পাদক জিকু সরকার, যুগ্ম সম্পাদক রুবেল বিশ্বাস (), সাংগঠনিক সম্পাদক জয়শংকর সরকার, সহঅর্থসম্পাদক অমিত বিশ্বাস, সহ দপ্তর সম্পাদক সৈকত সরকার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসকল আন্দোলন সংগ্রামে নারীদের ভূমিকা ছিল অপরিসীম
পরবর্তী নিবন্ধশ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীকে চন্দনাইশে গণসংবর্ধনা