সংস্কৃতি

বিশ্বজিত বড়ুয়া | মঙ্গলবার , ১৪ নভেম্বর, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

সত্য এবং সুন্দরের সাধনা

হোক আমাদের আরাধনা।

চিন্তা আচার আচরণ সততা

সংস্কৃতিই হোক মূল কথা।

অটুট থাকুক মনে চিৎপ্রকর্ষ

গুণীর চাই গো সংস্পর্শ।

নৈতিকতা আইন শিল্প আর বিশ্বাস

নিতে চাই যে মুক্ত বাতাস।

যত রকম কুসংস্কার মুছে যাক

সঙ্গীত নৃত্য সাহিত্য থাক।

পূর্ববর্তী নিবন্ধআর কত প্রাণ ঝরবে হাটহাজারী খাগড়াছড়ি সড়কে!
পরবর্তী নিবন্ধবন্ধু চাই, ভালোবাসার মানুষ নয়