যথাযথ অনুমোদন ছাড়া সংবাদ মাধ্যমে ‘বক্তব্য দিতে’ কর্মকর্তাদের প্রতি নিষেধাজ্ঞা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল মঙ্গলবার সরকারের রাজস্ব আহরণের প্রধান সংস্থাটি এ নির্দেশনার মাধ্যমে সংবাদ মাধ্যমের সঙ্গে কর্মকর্তাদের কথা বলার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করল। খবর বিডিনিউজের।
এতে সংস্থার প্রধান কিংবা বিভাগীয় প্রধানের অনুমতি ছাড়া নিজের প্রকৃত দায়িত্বের বাইরে কোনো কর্মকর্তা কর্মচারীর পত্রিকা, অনলাইন পত্রিকা বা টেলিভিশনে কোনো বক্তব্য, মতামত বা নিবন্ধ প্রকাশে বিরত থাকতে বলা হয়েছে।
আদেশে কর্মকর্তাদের টক শোতে অংশ নেওয়া বা মতামত লেখার ক্ষেত্রেও আগে থেকে অনুমোদন নেওয়ার কথাও বলা হয়েছে। এনবিআরের দ্বিতীয় সচিব (প্রশাসন) স্নিগ্ধা বিশ্বাস স্বাক্ষরিত এ আদেশে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, জাতীয় রাজস্ব বোর্ডে কর্মরত কিছু সংখ্যক কর্মকর্তা-কর্মচারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতিরেকে প্রকৃত দায়িত্ব পালনের ক্ষেত্র ছাড়া বিভিন্ন বিষয়ে বেতার ও টেলিভিশনের সংবাদ, টকশো, আলোচনা অনুষ্ঠান, পত্র-পত্রিকা, অনলাইন মাধ্যমে বক্তব্য বা মতামত বা নিবন্ধ বা পত্র প্রকাশ করছেন।