সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখল সমন্বয়

গতবারের চেয়ে ভালো ফল ঐক্যের

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৪:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে গতবারের ন্যায় এবারও সংখ্যাগরিষ্ঠ পদে জয় ধরে রেখেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। ২১ টি পদের মধ্যে সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি ও এজিএস পদসহ ১২ টিতে সংগঠনটির প্রার্থীরা জয় পেয়েছেন। গতবার বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেম সভাপতি পদে জয় পেলেও পদটিতে এবার সমন্বয়ের প্রার্থী পরাজিত হয়েছেন। সেবার সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০ টি পদে জয় ছিনিয়ে নেন সমন্বয়। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ এবারের নির্বাচনে সভাপতি পদসহ ৯ টি পদে জয় পেয়েছেন। আগের বারও সংগঠনটির প্রার্থীরা ৯টি পদে জয় পায়। তবে সেবার সভাপতি, সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে সংগঠনটির প্রার্থীরা পরাজিত হন।

গত রোববার অনুষ্ঠিত জেলা আইনজীবী সমিতির ২০২৩ সালের নির্বাচনের ফলাফল গভীর রাতে ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে জয় লাভ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত ঐক্য পরিষদ মনোনীত মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। সাধারণ সম্পাদক পদে জয় লাভ করেছেন সমন্বয় পরিষদের এএসএম বজলুর রশিদ মিন্টু। এ বিষয়ে গতকাল সমন্বয়ের সমর্থকরা জানান, সভাপতি পদেও তারা জয় চেয়েছিলেন। কিন্তু তা হয়নি। তবে সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ ছয়টি সম্পাদকীয় ও ছয়টি সদস্য পদে জয় পেয়ে সখ্যাগরিষ্ঠতা অর্জনে তারা আনন্দিত। ঐক্যের সমর্থকরা জানান, সম্পাদকীয় আরো কয়েকটিতে জয় প্রত্যাশা ছিল। কিন্তু হয়নি। তবে সভাপতি পদসহ ৯ টিতে জয় পাওয়ায় তারা আনন্দিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার রতন কুমার রয় আজাদীকে বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করেছি। কোনো ধরণের সমস্যা হয়নি। ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। তিনি আরো বলেন, সভাপতিসহ মোট ৯ টি পদে জয় লাভ করেছে ঐক্য পরিষদ। সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, এজিএসসহ মোট ১২ টি পদে সমন্বয় পরিষদ জয় পেয়েছে। এবার ২১ টি পদের (সম্পাদকীয় ১০ টি ও নির্বাহী সদস্য পদ ১১ টি) বিপরীতে প্রার্থী ছিলেন ৪২ জন। ভোটার ছিলেন ৫ হাজার ৩০৯ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ৪ হাজার ১৪৫ জন বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার রতন কুমার রয়। নির্বাচন কমিশন সূত্র জানায়, সভাপতি, সেক্রেটারি পদ ছাড়া বাকী পদগুলোতে যারা জয় লাভ করেছেন তারা হলেন, সিনিয়র সহসভাপতি পদে সমন্বয় পরিষদের মো. সেকান্দর চৌধুরী। সহসভাপতি পদে জয় লাভ করেছেন সমন্বয়ের আব্দুল হক। সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে জয় লাভ করেছেন সমন্বয়ের মোহাম্মদ ইমরান। অর্থ সম্পাদক পদে জয় লাভ করেছেন সমন্বয়ের মোশাররফ হোসেন। পাঠাগার সম্পাদক পদে জয় লাভ করেছেন সমন্বয়ের মোহাম্মদ ফখরুল ইসলাম। সাংস্কৃতিক সম্পাদক পদে জয় লাভ করেছেন ঐক্যের মোহাম্মদ খোরশেদ আলম বেলাল। ক্রীড়া সম্পাদক পদে জয় লাভ করেছেন ঐক্যের মো. ওমর ফারুক। এছাড়া তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে জয় লাভ করেছেন ঐক্যের অলি আহমদ।

নির্বাচন কমিশনসূত্র জানায়, ১১ টি নির্বাহী সদস্য পদে যারা জয় লাভ করেছেন তারা হলেন, ঐক্যের আবিদা সুলতানা শারমিন, মো. ইকবাল হোসাইন, মিনহাজ উদ্দিন, মো. সাদ্দাম হোসেন, মো. জাহেদ হোসেন এবং সমন্বয়ের ফারজানা হাকিম চৌধুরী, ইশরাত জাহান মুকুল, জামশেদ আলম, মনজুর আলম, রানা মিত্র ও সাজেদা বেগম সাজু।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন ব্যাংক থেকে টাকা নিয়ে পরিশোধ না করে আত্মগোপন
পরবর্তী নিবন্ধঅবশেষে দুই শিক্ষার্থীর লিখিত অভিযোগ