ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারে বিপর্যস্ত জুলাই-আগস্ট পেরিয়ে সেপ্টেম্বরে বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের গতি অনেকটাই কমেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা গেছে, গত আগস্ট মাসে যত রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছিল, সেপ্টেম্বরে তা পাঁচ ভাগের এক ভাগে নেমে এসেছে। রোগীর সংখ্যা ও মৃত্যু দুটোই কমেছে প্রায় ৮০ শতাংশ।
আগস্টে মোট ২ লাখ ৫১ হাজার ২৩৪ জন রোগী শনাক্ত হয়েছিল, মারা গিয়েছিল ৫ হাজার ৫১০ জন। সেপ্টেম্বরে আক্রান্তের সংখ্যা কমায় রোগী শনাক্ত হয়েছে ৫৫ হাজার ২৯৩ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৩১৫ জন। দেশে করোনার প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যুর ঘটনাটি ঘটেছিল তার ১০ দিন পর ১৮ মার্চ। গত বছরের শেষ দিকটা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ডেল্টা সংক্রমণের বিস্তারে এ বছরের এপ্রিল থেকে পরিস্থিতি পাল্টে যেতে থাকে। এর মধ্যে জুলাই, আগস্ট ভয়াবহ অবস্থা পার করে বাংলাদেশ। সেপ্টেম্বর থেকে সংক্রমণের গতি কমে আসে। গত ২১ সেপ্টেম্বর সাড়ে ৫ মাস পর দৈনিক সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নামে। তারপর থেকে তা স্থিতিশীলই রয়েছে। টানা দুই সপ্তাহ দৈনিক সংক্রমণের হার ৫ শতাংশের নিচে থাকলে মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে ধরে নেন বিশেষজ্ঞরা। অথচ জুলাইয়ে দৈনিক সংক্রমণের হার ৩২ শতাংশের উপরে উঠেছিল।
গত জুলাই মাসে ৩ লাখ ৩৬ হাজার রোগী শনাক্ত হয়েছিল, যা মহামারীর দেড় বছরে যে কোনো মাসের চেয়ে বেশি। জুলাই মাসে মৃত্যু হয়েছিল ৬ হাজার ১৮২ জনের, যা গত বছরে মোট মৃত্যুর সংখ্যার চেয়ে সামান্য কম।