চট্টগ্রাম বন্দর সিবিএর সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক শফি (৭০) গত ১০ মার্চ সন্ধ্যায় বন্দর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ অন্যান্য দুরারোগ্য ব্যধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদে জুমা বন্দর জামে মসজিদে নামাজে জানাজা শেষে সেখানকার কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়। জানাজায় চট্টগ্রাম বন্দর সিবিএ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। শামসুল হক শফির মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল হক চৌধুরী ছৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, থানা কমান্ডার, ডেপুটি কমান্ডার ও সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাগণ।