বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল রোববার নগরীর এক হোটেলে এক প্রস্তুতি সভা বিভাগীয় শ্রমিক দলের সভাপতি আলহাজ এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আলহাজ আনোয়ার হোছাইন। বক্তব্য রাখেন মিয়া মিজান, স. ম. জামাল উদ্দিন, ইদ্রিস মিয়া, এম. আর. মঞ্জু, শফিকুল ইসলাম চেয়ারম্যান, রফিকুল ইসলাম, মমতাজ উদ্দিন, আব্দুস শুক্কুর, হিজবুল বারী, মোতালেব চৌধুরী, হুমায়ুন কবির, তাহের আহমদ, মো. নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন, আজম উদ্দিন, প্রমুখ। প্রধান অতিথি বলেন, আগামী ১৪ জুলাই বিভাগীয় শ্রমিক দলের শ্রমিক জনতা সমাবেশ একটি ঐতিহাসিক সমাবেশে পরিণত হবে। বর্তমান সরকার শ্রমিক বিরোধী। শ্রমিকদের বিরুদ্ধে অত্যাবশ্যক পরিষেবা বিল নামে একটা কালো আইন তৈরী করতে যাচ্ছে এ সরকার। তিনি বলেন, কিন্তুু শ্রমিক স্বার্থের বিরোধী কোনো আইন মেনে নেওয়া হবে না। প্রেস বিজ্ঞপ্তি।












