নবনিযুক্ত শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারণার সময় আমি আপনাদের নিকট বিগত ১০ বছরের বেতন হিসেবে নৌকায় ভোট চেয়েছিলাম। ভোটের দিন আপনারা বেতন তো দিলেন, সাথে বোনাসও দিলেন। আপনারা যেভাবে আমাকে তথা নৌকাকে বিজয়ী করেছেন, তার বদৌলতে আপনাদের (চন্দনাইশ–সাতকানিয়ার) নজরুলকে আজ পুরো বাংলাদেশের নজরুল বানিয়ে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত করে আপনাদের আস্থার প্রতিদান দিয়েছেন। আপনারা দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন শতভাগ সততা দিয়ে যেন সেই দায়িত্ব পালন করতে পারি। আমৃত্যু যেন আপনাদের সেবা করতে পারি। আজকের যে অর্জন তা আমি আপনাদের উৎসর্গ করলাম।
তিনি গত বৃহস্পতিবার চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি সড়কপথে চন্দনাইশ আসার খবরে সকাল থেকে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী চন্দনাইশের সীমান্ত মুজাফরাবাদ এলাকায় অবস্থান নেয় এবং সকাল ১১টায় মোটর শোভাযাত্রা সহকারে তাকে চন্দনাইশ সদরে নিয়ে আসেন। এসময় তিনি উপজেলা সদরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা অডিটোরিয়াম হলে নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা ও গণসংবর্ধনা সভায় যোগ দেন। সভায় বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এড. কামেলা খানম রূপা, চন্দনাইশ পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুল ইসলাম, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিম, হাশিমপুর ইউপি চেয়ারম্যান এড. খোরশেদ বিন ইসহাক, উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ তৌহিদুল আলম প্রমুখ।