শ্রম আইন বাস্তবায়নের দাবি

বেকারি শ্রমিক ইউনিয়নের কর্মী সভা

| সোমবার , ১৩ অক্টোবর, ২০২৫ at ৮:৪৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) অন্তর্ভুক্ত চট্টগ্রাম বেকারি অ্যান্ড কনফেকশনারি ওয়ার্কার্স ইউনিয়নের (রেজি. নং চট্ট ১২৪) কর্মী সভায় শ্রমিক নেতৃবৃন্দ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের বেকারি শিল্প কারখানায় বেআইনি শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন। নেতৃবৃন্দ শ্রম আইন বাস্তবায়নেরও দাবি জানিয়েছেন।

গতকাল রোববার নগরীর বিআরটিসি মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন টিইউসি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মো. মছিউদদৌলা। শ্রমিক নেতা মোহাম্মদ রুবেলের সভাপতিত্বে বক্তব্য দেন বিশেষ অতিথি শ্রমিক নেতা রাহাতউল্লাহ জাহিদ, মো. এরশাদ, হাবিবুর রহমান, অ্যাডভোকেট জমির উদ্দীন মাহমুদ, মো. জসিম উদ্দিন ও মো. মিজানুর রহমান। শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের সাপ্তাহিক ছুটি বন্ধ করে দেয়ার ষড়যন্ত্র চলছে। চাকরির শেষে তাদের প্রাপ্য ছুটির আর্থিক সুবিধা মালিকরা আত্মসাৎ করছেন। শ্রমিকদের বঞ্চিত করে শিল্প চলতে পারে না, উৎপাদন চলতে পারে না। তাই অবিলম্বে ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা, শ্রম আইন অনুযায়ী প্রাপ্য আর্থিক সুবিধার নিশ্চয়তাসহ কাজের পরিবেশ উন্নত করতে প্রশাসনিক হস্তক্ষেপ জরুরি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ছাত্রসেনা চান্দগাঁও থানায় সংবর্ধনা সভা
পরবর্তী নিবন্ধআলেমগণ সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছে