পটিয়া শোভনদন্ডী ডিগ্রি কলেজে গতকাল শনিবার উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক। তিনি বলেন, শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি মায়েদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
কলেজ গভর্নিং বডির সভাপতি মফজল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মো. হামিদ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মো. আবদুল মালেক, পুলিশ পরিদর্শক মো. মাহফুজুর রহমান, মো. এরশাদুল আলম, সাংবাদিক মোঃ আইয়ুব আলী, জুয়েল রানা। বক্তব্য রাখেন অধ্যাপিকা সিফাত শারমিন চৌধুরী, অধ্যাপক বিধান চক্রবর্তী, অধ্যাপক মোশারফ হোসাইন ফারুকী প্রমুখ।
এর আগে কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক শিক্ষকদের সাথে একাডেমিক মনোন্নয়নে মত বিনিময় করেন। তিনি কলেজ লাইব্রেরীতে বঙ্গবন্ধু কর্ণারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। প্রেস বিজ্ঞপ্তি।