শোভনদন্ডী কলেজে মফজল আহমদ চৌধুরী শোকসভা

| বুধবার , ২১ জুন, ২০২৩ at ৫:১৪ পূর্বাহ্ণ

পটিয়ার শোভনদন্ডী ডিগ্রি কলেজের প্রয়াত সভাপতি মফজল আহমদ চৌধুরীকে শিক্ষার আলোকবর্তিকা উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, প্রবীণ এই আওয়ামী লীগ নেতা আমৃত্যু এলাকায় শিক্ষার উন্নয়নসহ প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে গেছেন।

গত ১৭ জুন শোভনদন্ডী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল আলীমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবু জাফর চৌধুরী, শোভনদন্ডী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার মো. দিদারুল হক চৌধুরী, ব্যাংকার ওমর সুলতান চৌধুরী, মো. হারুন অর রশীদ, এ কে এম আকতার কামাল চৌধুরী, প্রফেসর জিল্লুর করিম ও পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহ চৌধুরী।

কলেজ অধ্যক্ষ মো. হামিদ হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আলমগীর খালেদ, মোহাম্মদ মুছা, আবুল হাছান খোকন, অধ্যাপিকা সিফাত শারমিন চৌধুরী, রফিক উদ্দিন আহমদ, মো. ফরিদ উদ্দিন, সাংবাদিক মো. আইয়ুব আলী, ব্যাংকার আলমগীর হোসেন, মো. এরশাদুল আলম, মোজাম্মেল হক মোজেম, আরাফাত শাকিল, মরহুমের ছেলে হাফেজ সাদমান আহমদ চৌধুরী প্রমুখ। শোকবার্তা পাঠ করেন অধ্যাপক মোশারফ হোসেন ফারুকী। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা বেলাল উদ্দিন আলকাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমানত খান (র.)-এর বার্ষিক ওরশ শরীফ
পরবর্তী নিবন্ধতদন্ত ছাড়া চিকিৎসক গ্রেপ্তার, বিএমডিসির পদক্ষেপ চায় বিএমএ