পটিয়ার শোভনদন্ডী ইউনিয়ন আ.লীগের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সম্মেলন আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে শোভনদন্ডী ইউনিয়ন আ.লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আ.লীগের সভাপতি আবুল হাসান খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুল কবিরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আলমগীর খালেদ, মিজানুর রহমান মিজান, জসিম উদ্দিন শিশু, মনজুরুল কাদের, রফিক উদ্দিন, যদু চৌধুরী, তপন কান্তি চৌধুরী, রুপম চৌধুরী, নাছির উদ্দিন, আবুল কালাম প্রমুখ।
সভায় আগামী ২৯ জুলাই শোভনদন্ডী মহাজন হাটে বিকেল তিনটায় একসাথে তিন ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন করতে নানা প্রস্তুতি নেওয়া হয়। এতে প্রধান অতিথি থাকবেন উপজেলা আ.লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী।