গ্যাস সিলিন্ডারের গাড়িতে লুকিয়ে অবৈধ কাঠ পাচার

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ জুলাই, ২০২২ at ৪:৫৭ পূর্বাহ্ণ

হাটহাজারীতে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকে লুকিয়ে অবৈধভাবে কাঠ পাচারের সময় কাঠসহ ২ জনকে আটক করেছে স্থানীয় বন বিভাগ। গত রোববার ভোরে হাটহাজারী ক্যাম্প সিপিসি-২ক্যাম্পের সামনে থেকে এ কাঠগুলো জব্দ করা হয়।আটককৃত ব্যক্তিরা হলেন মো. জসিম (৪০) মো. ইলিয়াছ ( ৫২)।
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী, বলেন চট্টগ্রাম – খাগড়াছড়ি মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ ক্যাম্পের সামনে থেকে ,সিপিসি -২ হাটহাজারী ক্যাম্পের সহযোগিতায় গ্যাস সিলিন্ডারের বোঝাই করা কাঠ পাচারের সময় ট্রাকচালকসহ ২জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বন সংরক্ষণ আইনে মামলা প্রস্তুতি চলছে।
জব্দকৃত কাঠ বন উপজেলা ১১মাইল এলাকায় কাম চেক স্টেশনে হস্তান্তর করা হয়।এ সময় বন বিভাগের অফিস সহকারী আশুতোষ দাশ, মেহেদী, মিলন কান্তি মন্ডল সহযোগিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে সীমান্ত পরিবার কল্যাণ সমিতির ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধশোভনদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময়